কেন্দ্রীয় সরকার অপরিশোধিত পাম তেল, সয়াবিন তেল ও সূর্যমুখী তেলের ওপর মূল আমদানি শুল্ক ১০ শতাংশ কমিয়ে দিয়েছে। রান্নার তেলের খুচরো মূল্য কমাতেই এই উদ্যোগ বলে ধরা হচ্ছে। গতকাল কেন্দ্রীয় অর্থ দফতরের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
পূর্বে এই তিনটি অপরিশোধিত তেলের ওপর ২০ শতাংশ মূল আমদানি শুল্ক বহাল ছিল। দেশের অভ্যন্তরীণ বাজারের ৫০ শতাংশেরও বেশি ভোজ্য তেল ভারত বাইরের দেশ থেকে আমদানি করে। ২০২৩-২৪ তৈল বাণিজ্য বর্ষে (নভেম্বর-অক্টোবর) ভারত ১৫৯ দশমিক ৬ লাখ টন তেন আমদানি করে, যার বাজার মূল্য ১ দশমিক ৩২ লাখ কোটি টাকা।
পরিশোধিত তেলের মূল আমদানি শুল্ক ৩২ দশমিক ৫ শতাংশে অপরিবর্তিত আছে।
উল্লেখ্য, ভারত, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে পাম তেল ও ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে সয়াবিন তেল আমদানি করে।