কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ ওয়াকফ সম্পত্তির তথ্য যাচাই , নজরদারী এবং তথ্য আপলোড করার জন্য ‘উমিদ’ নামের একটি কেন্দ্রীয় পোর্টালের সূচনা করেছেন। শ্রী রিজিজু বলেছেন, এই নতুন পোর্টালটি ও্যাকফ সম্পত্তির পরিচালনার ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ। তিনি বলেন, এর ফলে কেবলমাত্র স্বচ্ছতা আসবে না, মুসলিম নারী ও শিশুরাও উপকৃত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী জর্জ ক্যুরিয়ান-ও উপস্থিত ছিলেন। শ্রী রিজিজু বলেছেন,উমীদ কেবলমাত্র একটি প্রযুক্তিগত বিষয় নয়, এটি, সংখ্যালঘু সম্প্রদায় অধিকারকে সুনিশ্চিত করবে।
Site Admin | June 6, 2025 9:10 PM
কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ ওয়াকফ সম্পত্তির তথ্য যাচাই , নজরদারী এবং তথ্য আপলোড করার জন্য ‘উমিদ’ নামের একটি কেন্দ্রীয় পোর্টালের সূচনা করেছেন।
