কেন্দ্রীয় শিল্প-বাণিজ্যমন্ত্রী পীয়ুষ গোয়েল আজ থেকে তার তিনদিনের ফ্রান্স সফর শুরু করেছেন। তাঁর ফ্রান্স সফরকালে শ্রী গোয়েল, সেদেশের অর্থমন্ত্রী এরিক লোমবার্ড, বাণিজ্যমন্ত্রী লরেন্ট সেইন্ট মার্টিন-এর সঙ্গে দ্বিপাক্ষিক পর্যায়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। এই আলোচনায় ভারত ফ্রান্স অর্থনৈতিক অংশীদারিত্ব এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির নতুন পথ নিরূপণের বিষয়গুলি উত্থাপিত হবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও শ্রী গোয়েল, ভারত – ফ্রান্স বাণিজ্যিক গোলটেবিল এবং ভারত-ফ্রান্স CEO ফোরামের বৈঠকে অংশ নেবেন। ফ্রান্স সফরকালে ভারতের বাণিজ্যমন্ত্রী OECD বা অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংগঠনের মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে বিশ্ব বাণিজ্য সংগঠনভুক্ত দেশগুলির মন্ত্রীদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।
Site Admin | June 1, 2025 9:35 PM
কেন্দ্রীয় শিল্প-বাণিজ্যমন্ত্রী পীয়ুষ গোয়েল আজ থেকে তার তিনদিনের ফ্রান্স সফর শুরু করেছেন।
