কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন যে, উদ্ভাবন ও প্রযুক্তি নির্ভর উন্নয়নে ভারত প্রথম সারির দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। নতুন দিল্লিতে গতকাল দ্বিতীয় স্টার্ট আপ মহাকুম্ভে বক্তব্য রাখার সময় তিনি বলেন, ভারতের যুবসমাজ বিশ্ব জুড়ে তার শ্রেষ্ঠত্ব প্রমাণে উদগ্রীব।
এই মহাকুম্ভে তিন হাজারের বেশী নতুন উদ্যোগ বা স্টার্ট আপ সংস্থা আছে। এছাড়াও যোগ দিয়েছেন এক হাজার উদ্ভাবক এবং ৫০টির বেশী দেশ থেকে প্রায় ১০ হাজার প্রতিনিধি।