মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 4, 2025 9:37 PM

printer

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ বিকেলে সিঙ্গাপুরের প্রধানন্ত্রী লরেন্স ওং-এর সঙ্গে সাক্ষাৎ  করেন।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ বিকেলে সিঙ্গাপুরের প্রধানন্ত্রী লরেন্স ওংএর সঙ্গে সাক্ষাৎ  করেনএকটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী প্রধান ভারত ও সিঙ্গাপুরের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ষাটতম বার্ষিকীর  এই  সময়, এই সফরকে তাতপর্যপুর্ন বলে উল্লেখ করেন।স্কুল, শিক্ষাউচ্চশিক্ষাবৃত্তিমূলক শিক্ষাগবেষণা,ও  উদ্ভাবন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণের জন্য অর্থবহ আলোচনা  হয়েছে বলেও তিনি জানানশিক্ষকদের দক্ষতা বৃদ্ধিগবেষণার দক্ষতা  সক্ষমতা বৃদ্ধিসহ  ইকোসিস্টেমকে জোরদার bকরা এবং ছাত্রছাত্রী বিনিময় কর্মসূচি সহজতর করার জন্য তাঁরা একযোগে কাজ করতে সম্মত হন। এছাড়া শিক্ষাদক্ষতা বিকাশস্টার্ট আপ এবং সীমান্ত গবেষণার ক্ষেত্রে ভারতসিঙ্গাপুর সহযোগিতাকে এক উচ্চতায় নিয়ে যেতে প্রধানমন্ত্রী ওয়াংএর ধারাবাহিক প্রচেষ্টার প্রশংসা করেন শ্রী প্রধান। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।