কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং এক সোশ্যাল মিডিয়া বার্তায় জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি মাসের ৬ তারিখ জম্মু ও কাশ্মিরের চেনাব ব্রিজের উদ্বোধন করবেন। পৃথিবীর সর্বোচ্চ রেলওয়ে ব্রিজ হিসাবে জম্মু ও কাশ্মীরে এই ব্রিজের উদ্বোধন নতুন ভারতের শক্তি ও দূরদর্শিতায় গৌরবের এক নতুন মাত্রা যোগ করবে।
তিনি বলেন, উধমপুর ,শ্রীনগর ,বারামুলা রেলওয়ে লিঙ্ক প্রকল্পের একটি অংশ, এই চেনাব ব্রিজ ,প্রকৃতির কঠোর পর্রিস্থিতি সঙ্গে লড়াই কোরে নির্মিত হয়েছে।