কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল তাঁর সুইজারল্যান্ড সফর চলাকালীন ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তিতে অংশ নিয়েছেন। শ্রী গোয়েল সমাজমাধ্যমে জানিয়েছেন, ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে সুযোগ, অংশীদারিত্ব, বাণিজ্যের নতুন নতুন দিক এবং বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এর আগে তিনি ভারত ও ইউরোপীয় ইউনিয়নের চারটি দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেন। চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে তা কার্যকর হবে।
ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংগঠন বা ইএফটিএ-র মধ্যে রয়েছে আইসল্যান্ড, লিচটেনস্টেইন, নরওয়ে এবং সুইজারল্যান্ড।
বাণিজ্য ও শিল্পমন্ত্রী আজ সাংবাদিকদের জানান, সমগ্র বিশ্ব এখন ভারতকে শুধুমাত্র দ্রুততম অর্থনীতি বৃদ্ধির দেশ হিসাবেই নয়, ব্যবসার সর্বোত্তম স্থান হিসাবে গণ্য করছে। এই দেশ এখন বিনিয়োগের সবচেয়ে পছন্দের স্থান। গত ১১ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে, ৫ টি ভঙ্গুর অর্থনীতির দেশ থেকে তুলে বিশ্বের ৫ টি বৃহত্ অর্থনীতির দেশের মধ্যে নিয়ে গেছে।