কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক আজ নতুন দিল্লিতে বিভিন্ন মন্ত্রক ও দফতরের পরিসংখ্যান সংক্রান্ত উপদেষ্টাদের সঙ্গে পর্যালোচনা সভা আয়োজন করেছে। সভায় নীতি আয়োগের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বি.ভি.আর. সুব্রহ্মণ্যম, মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ড. ভি. অনন্ত নাগেশ্বরন এবং মন্ত্রকের সচিব ড. সৌরভ গর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নীতি আয়োগের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বি.ভি.আর. সুব্রহ্মণ্যম বলেন, দেশের আর্থিক ক্ষেত্রগুলিকে মজবুত করতে পরিসংখ্যান উপদেষ্টাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এই সংক্রান্ত যে-কোনও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তথ্য-প্রমাণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিনি বলেন, বিকশিত ভারত গঠনে নির্দিষ্ট তথ্যসহ পরিসংখ্যান তুলে ধরা আবশ্যিক।
মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ড. ভি. অনন্ত নাগেশ্বরন বলেছেন, এই ধরনের সভায় কেন্দ্রীয় মন্ত্রক এবং দফতরগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক প্ল্যাটফর্ম প্রদান করে। তিনি উল্লেখ করেন, ভারত রাষ্ট্রসংঘে পরিসংখ্যান কমিশনের সদস্য দেশ হিসেবে নির্বাচিত হয়েছে। তিনি দেশের পরিসংখ্যান ব্যবস্থার ঐতিহ্যকে কাজে লাগিয়ে সময়োপযোগী, বিশ্বাসযোগ্য পরিসংখ্যান তৈরির ওপরও জোর দেন।