কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ২০২৩ সালের ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট সুপ্রিম কোর্টের রায় ও তথ্যের অধিকার আইনের সঙ্গে সম্পূর্ণ ভাবে সঙ্গতিপূর্ণ। কংগ্রেস নেতা জয়রাম রমেশকে লেখা এক চিঠিতে বৈষ্ণব বলেছেন, মহাত্মা গান্ধী জাতীয় কর্ম নিশ্চয়তাকরণ আইনের মতো জনকল্যাণমূলক কর্মসূচি এবং দেশের জনপ্রতিনিধিদের বিষয়ে আইনগত ভাবে বাধ্যতামূলক তথ্য, আগের মতোই প্রকাশ করা হবে। উল্লেখ্য, কংগ্রেস নেতা শ্রী রমেশ সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে লেখা এক চিঠিতে অভিযোগ করেন, ২০২৩ সালে তথ্য সুরক্ষা আইনে একটি বিশেষ ধারা কার্যকর থাকলে, তথ্যের অধিকার আইন ২০০৫ লঙ্ঘিত হবে। তিনি তাই তথ্য সুরক্ষা আইনে সংশ্লিষ্ট ধারাটি কার্যকর না করার জন্য মন্ত্রীকে অনুরোধ জানিয়েছিলেন।
Site Admin | April 10, 2025 10:01 PM
কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ২০২৩ সালের ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট সুপ্রিম কোর্টের রায় ও তথ্যের অধিকার আইনের সঙ্গে সম্পূর্ণ ভাবে সঙ্গতিপূর্ণ।
