কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ঞ বলেছেন, গত ১১ বছরে মূলধনী খরচ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৪- ২৫ এ তা ১১ দশমিক ২ লক্ষ কোটি টাকা হয়েছে বলেও তিনি জানান। সরকারের ১১ বছর পূর্তি উপলক্ষে এক বিশেষ নিবন্ধে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, গত দশকে ভারতে পরিকাঠামগত উন্নয়ন হয়েছে অত্যন্ত দ্রুত। ৫৯ হাজার কিলোমিটার জাতীয় সড়ক নির্মিত হয়েছে, রেল লাইন তৈরি করা হয়েছে ৩৭ হাজার ৫০০ কিলোমিটার।
Site Admin | June 11, 2025 11:37 AM
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ঞ বলেছেন, গত ১১ বছরে মূলধনী খরচ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
