কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার ও সংসদীয় বিষয়ক দফতরের প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগান বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত এগারো বছরে ভারত সু-প্রশাসন ও অগ্রগতির ক্ষেত্রে দৃষ্টান্তমূলক সাফল্য পেয়েছে। পুদুচেরিতে তিনি আজ সাংবাদিকদের বলেন, মোদী সরকারের এগারো বছরে দেশ দুর্নীতিমুক্ত হয়েছে এবং প্রশাসনে স্বচ্ছতা আসার পাশাপাশি জনকেন্দ্রিক প্রশাসন তৃণমূল স্তরে প্রভাব ফেলেছে। তিনি আরও বলেছেন, ভারতের ২৭ কোটি মানুষ দারিদ্র্যমুক্ত হওয়ার পাশাপাশি, বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক দেশে পরিণত হয়েছে।
Site Admin | June 10, 2025 7:13 PM
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার ও সংসদীয় বিষয়ক দফতরের প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগান বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত এগারো বছরে ভারত সু-প্রশাসন ও অগ্রগতির ক্ষেত্রে দৃষ্টান্তমূলক সাফল্য পেয়েছে।
