রাজ্যের গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন প্রকল্পে এ রাজ্যের জন্য ৩৯১ কোটি টাকা বরাদ্দ করেছে। চলতি অর্থবছরে প্রথম কিস্তির হিসাবে এই টাকা দেওয়া হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
উল্লেখ্য, শর্ত না মানার অভিযোগে স্বাস্থ্য মন্ত্রক গত দুই বছর ধরে এই প্রকল্পে রাজ্যকে টাকা দেওয়া বন্ধ রেখেছিল।