মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

April 22, 2025 7:34 AM

printer

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জগত প্রকাশ নাড্ডা লিভার বা যকৃতের স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হবার পরামর্শ দিয়েছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জগত প্রকাশ নাড্ডা লিভার বা যকৃতের স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হবার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, নিয়মিত ব্যবধানে যকৃত পরীক্ষা করার পাশাপাশি স্বাস্থ্যকর জীবন যাপন করতে হবে।
গতকাল নতুন দিল্লিতে স্বাস্থ্য মন্ত্রক আয়োজিত যকৃতের স্বাস্থ্য সংক্রান্ত এক শিবিরে তিনি বলেন লিভার ভালো না থাকলে শারীরিক সমস্যা তৈরি হয়। দুর্বল যকৃত হৃদরোগ, মধুমেহ, উচ্চ রক্তচাপ এমন কি ক্যান্সারের কারণ হতে পারে। এই প্রসঙ্গে তিনি ফ্যাটি লিভারের উচ্চ ঝুঁকির উল্লেখ করে বলেন এই রোগ প্রতিরোধ করা সম্ভব; এমনকি স্বাস্থ্যকর জীবন যাপন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের মধ্যে দিয়ে তা সম্পূর্ণ পরিবর্তিত করা যেতে পারে। পুষ্টি এবং লিভারের স্বাস্থ্যের মধ্যে নিবিড় যোগের বিষয়টি মনে রেখে এবার ‘বিশ্ব যকৃত দিবসে’র বিষয় হল Food is Medicine অর্থাৎ ‘খাবারই হলো ওষুধ’।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।