কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জেপি নাড্ডা আজ সন্ধ্যায় দিল্লিতে সফররত ফিজির প্রধানমন্ত্রী সিতিভেনি রাবুকার সঙ্গে দেখা করেন। ফিজির প্রধানমন্ত্রী তিন দিনের ভারত সফরে আজ সকালে নতুনদিল্লিতে পৌঁছান। বিমানবন্দরে শিক্ষা ও উত্তর-পূর্ব অঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রাবুকাকে স্বাগত জানান। ফিজির প্রধানমন্ত্রীর সঙ্গে তার স্ত্রী সুলুয়েতি রাবুকা রয়েছেন। প্রতিনিধিদলের মধ্যে রয়েছেন স্বাস্থ্য মন্ত্রী রাতু আতোনিও লালাবালাভু এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে রাবুকার এটিই প্রথম ভারত সফর। সফরকালে তিনি আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন। তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথেও সাক্ষাৎ করবেন।
ভারত ও ফিজির মধ্যে দীর্ঘস্থায়ী এক সম্পর্ক গড়ে তুলতে এই সফর। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে এবং জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ককে আরও নিবিড় করতে তাঁর এই সফর।