মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

April 23, 2025 8:20 AM

printer

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ শ্রীনগরে পৌঁছে গতকালই মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা, লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গে সুরক্ষা পরিস্থিতি নিয়ে জরুরী পর্যালোচনা বৈঠক করেন

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ গতকালই প্রধানমন্ত্রীকে পহলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনা সম্পর্কে অবহিত করেন। শ্রী শাহ শ্রীনগরে পৌঁছে মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা,  লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গে এবং পাশাপাশি সব নিরাপত্তা এজেন্সির সঙ্গে সুরক্ষা পরিস্থিতি নিয়ে জরুরী পর্যালোচনা বৈঠক করেন। ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে শ্রী শাহ, সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গেও এই ঘটনা নিয়ে বৈঠক করেছেন। 

পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অমিত শাহ বলেছেন সন্ত্রাসবাদের এই জঘন্য ঘটনায় জড়িতরা কোনোভাবে রেহাই পাবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী আজ জম্মু-কাশ্মীরের উপ রাজ্যপাল মনোজ সিনহাকে সঙ্গে নিয়ে জঙ্গি হামলার ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং কথা বলবেন প্রত্যক্ষদর্শীদের সঙ্গে। তিনি চিকিৎসাধীন আহতদের দেখতে হাসপাতালে যাবেন বলে জানা গেছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।