কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী আজ জয়পুরের কাছে দাদিয়া গ্রামে আয়োজিত “সহকারিতা এভম রোজগার” উৎসবে অংশ নেবেন। সেখানে তিনি এক জনসভায় বক্তব্য রাখবেন।
এদিন, শ্রী শাহ সরকারি চাকরি পাওয়া নতুন নির্বাচিত আট হাজার প্রার্থীর হাতে নিয়োগপত্রও তুলে দেবেন। এছাড়াও বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের সার্টিফিকেট ও চেক বিতরণ এবং সহযোগিতামূলক বিভিন্ন পরিকাঠামোগত প্রকল্পের উদ্বোধনের কর্মসূচিও রয়েছে তার। তিনি বিশ্বের বৃহত্তম শস্য সংরক্ষণ প্রকল্পের আওতায় নির্মিত ২৪টি গুদাম এবং শ্রী আন্নার প্রচারের জন্য ৬৪টি মিলেট আউটলেটের উদ্বোধন করবেন।