মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

June 1, 2025 2:34 PM

printer

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য পর্যায়ে ফরেন্সিক পরিকাঠামো গড়ে তোলার ওপর জোর দিয়েছেন

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য পর্যায়ে ফরেন্সিক পরিকাঠামো গড়ে তোলার ওপর জোর দিয়েছেন। তিনি আজ কলকাতার নিউটাউনে কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরির নতুন ভবনের উদ্বোধন করে বলেন, বর্তমান সময়ে যেহেতু অপরাধের ধরন বদলে গেছে, তাই ফরেন্সিক প্রযুক্তি কাজে লাগানো দরকার। স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, দেশের সব জেলায় একটি করে মোবাইল ফরেন্সিক ভ্যান দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে।

এরপর তিনি দুপুরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির এক দলীয় অনুষ্ঠানে অংশ নিয়েছেন। বিকেলে, তিনি কলকাতায় স্বামী বিবেকানন্দের বসতবাড়ির পরিদর্শনে যাবেন। সেখান থেকেই, তিনি, কলকাতা বিমানবন্দরে পৌঁছে দিল্লির উদ্দেশে রওনা হবেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল রাতে কলকাতায় এসে পৌঁছনোর পর কলকাতা বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপি নেতৃত্ব।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন