কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতরাতে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে জম্মুতে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। আগামী তেসরা জুলাই শুরু হতে চলা বার্ষিক অমরনাথ যাত্রার নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন উপ রাজ্যপাল মনোজ সিনহা, সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন জম্মু ও কাশ্মীরের মুখ্য সচিব অটল দুল্লু এবং আধা সামরিক বাহিনী এবং গোয়েন্দা এজেন্সিগুলির প্রধানরা।
স্বরাষ্ট্রমন্ত্রী আজ, পুঞ্চ সফর করবেন এবং পাকিস্তানি গোলাবর্ষণে নিহতদের পরিবার এবং আহতদের সঙ্গে দেখা করবেন। তিনি সিং সভা গুরুদ্বার সহ ক্ষতিগ্রস্ত ধর্মীয় স্থানগুলিও পরিদর্শন করবেন এবং সার্বিক ক্ষয়ক্ষতি মূল্যায়নের জন্য কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করবেন। শ্রী শাহ পুঞ্চে সীমান্ত সুরক্ষা বাহিনী – বি এস এফ ক্যাম্পও পরিদর্শন করবেন এবং জওয়ানদের সঙ্গে মতবিনিময় করবেন।