কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতা সফরে আসছেন। জানা যাচ্ছে, আগামী ৩১ মে শনিবার রাতে তিনি কলকাতায় এসে পৌঁছবেন। রবিবার সকালে রাজারহাটে সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবটারি বা সিএফএসএল-এর একটি অনুষ্ঠানে যোগ উপস্থিত থাকবেন তিনি। সেদিনই দুপুরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির এক দলীয় অনুষ্ঠানে যোগ দেওয়ারও কথা রয়েছে তাঁর। এছাড়াও বিকেলে কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর বসতবাড়িতে যাওয়ার কথা রয়েছে শ্রী শাহর।
Site Admin | May 29, 2025 9:52 AM
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী ৩১শে মে কলকাতা সফরে আসছেন।
