মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

April 23, 2025 6:04 PM

printer

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, অনন্তনাগের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের পরিবারের বেদনা অনুভব করছেন প্রত্যেক ভারতীয়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, অনন্তনাগের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের পরিবারের বেদনা অনুভব করছেন প্রত্যেক ভারতীয়। ক্ষতিগ্রস্ত পরিবার এবং গোটা দেশকে আশ্বাস দিয়ে তিনি জানিয়েছেন, নিরীহ মানুষদের ওপর যারা নির্বিচারে গুলি চালিয়েছে, তাদের কোনোভাবেই রেয়াত করা হবে না। শ্রীনগরে পুলিশ কন্ট্রোল রুমে আজ নিহতদের দেহে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

বাইসরন বনাঞ্চলে আজ ঘটনাস্থল সরেজমিনে ঘুরে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনন্তনাগ হাসপাতালে আহতদের স্বাস্থ্যের খোঁজখবর নেন।

উল্লেখ্য, পহেলগাঁওয়ে গতকালের জঙ্গি হামলায় দুই স্থানীয় বাসিন্দা-সহ ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থা তিন হামলাকারীর স্কেচ প্রকাশ করেছে।

 জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার আবেদনে জম্মু-কাশ্মীরের সব সরকারী অফিসের কর্মচারীরা আজ বিকেল সাড়ে তিনটেয় দু মিনিটের নীরবতা পালন করেন।