কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলির জন্য ৮১ হাজার ৭৩৫ কোটি টাকার অতিরিক্ত কর বণ্টনের কিস্তি অনুমোদন করেছে। আগামী মাসের ২ তারিখে এই অর্থ মিটিয়ে দেওয়া হবে। অর্থ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে যে, এই অতিরিক্ত কিস্তি রাজ্যগুলিকে তাদের মূলধনী ব্যয় ত্বরান্বিত করতে এবং উন্নয়নমূলক ব্যয় বৃদ্ধিতে সহায়তা করবে। এই অর্থ আগামী মাসের ১০ তারিখে নিয়মিত মাসিক কর বণ্টনের ৮১ হাজার ৭৩৫ কোটি টাকার কিস্তির অতিরিক্ত। অর্থ মন্ত্রক আরও জানিয়েছে যে, রাজ্যগুলির জন্য এই অতিরিক্ত বণ্টন, সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোর নীতি এবং ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।
Site Admin | May 31, 2025 6:55 AM
কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলির জন্য ৮১ হাজার ৭৩৫ কোটি টাকার অতিরিক্ত কর বণ্টনের কিস্তি অনুমোদন করেছে।
