কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক দপ্তরের প্রতিমন্ত্রী হর্ষ মালহোত্রা দেশে কর্মদক্ষতার নীতি চালু করার কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়েছেন। আকাশবাণী সংবাদের সঙ্গে এক পডকাস্টে শ্রী মালহোত্রা আর্থ সামাজিক এবং কৌশলগত ক্ষেত্রে সাহসী ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ গ্রহণের জন্য মোদি সরকারের প্রশংসা করেছেন।
কেন্দ্রীয় সরকারকে তৎপর ও দায়িত্বশীল বলে বর্ণনা করে শ্রী মালহোত্রা বলেন সরকার শুধুমাত্র দেশের নাগরিকদের কল্যাণের দিকটির প্রতি নজর রাখে না, বিদেশে যখন যেখানে প্রয়োজন তাদের নিরাপত্তার বিষয়টিও সুনিশ্চিত করে।