March 15, 2025 10:06 PM

printer

কেন্দ্রীয় রেল, তথ্য,সম্প্রচার ও ইলেকট্রনিক্স মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন ছাত্র-ছাত্রীরা যেসব নতুন স্টার্টআপ শুরু করছে তাতে সরকার সম্পূর্ণরূপে সহায়তা দেবে।

কেন্দ্রীয় রেল, তথ্য,সম্প্রচার ও ইলেকট্রনিক্স মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন ছাত্র-ছাত্রীরা যেসব নতুন স্টার্টআপ শুরু করছে তাতে সরকার সম্পূর্ণরূপে সহায়তা দেবে। আইআইটি থাইয়ুরের হাইপারলুপ প্রকল্পের উদ্ভাবকদের সঙ্গে আলাপচারিতার পর তিনি আশ্বস্ত করে বলেন, এই প্রকল্পের উন্নয়ন সরকারের অগ্রাধিকার এর মধ্যে পড়ে। উদ্ভাবনজনিত প্রযুক্তির ওপর জোর দেওয়ার কথাও তিনি বলেন ছাত্র-ছাত্রীদের। এরআগে,  শ্রী বৈষ্ণব চেন্নাইয়ের শ্রীপেরামবুদুরের কাছে  জেটওয়ার্ক  ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সেন্টারের উদ্বোধন করে বলেন, শ্রীপেরামবুদুর এবং মানালুরে ১হাজার ১১২ কোটি টাকা ব্যয়ে দুটি ইলেকট্রনিক শিল্প তৈরী হবে।শ্রীপেরামবুদুরে আজ নেটওয়ার্ক ইলেকট্রনিক্স সেন্টারের উদ্বোধনের পর তিনি জানান অমৃত প্রকল্পের অধীনে ৭৭ টি রেলস্টেশন নতুন করে সজ্জিত  হবে। তামিলনাড়ুতে ৭১৫টি রেলওয়ে ওভার ব্রিজ তৈরি হচ্ছে এবং আটটি বন্দে ভারত এক্সপ্রেস এখন চলাচল করছে। তিনি আরো বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার সমস্ত ভারতীয় ভাষাকেই সম্মান জানায় এবং সেগুলির উন্নয়ন ও সংরক্ষণের প্রতি যত্নশীল। রাজ্য সরকারের সহযোগিতার প্রশংসা করে তিনি বলেন বিশ্বের ইলেকট্রনিক রপ্তানির ক্ষেত্রে তামিলনাড়ুর দ্বিতীয়  স্থানে রয়েছে। জেট ওয়ার্ক ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি ২০০ কোটি টাকা মূল্যের ১৫ একর জমির ওপর তৈরি হবে। আগামী আট মাসে দশম ও দ্বাদশ পাস করা ৮ হাজার মানুষের এখানে কর্মসংস্থান হবে এবং কমপক্ষে আশি শতাংশ মহিলার কর্মসংস্থান হবে বলেও তিনি জানান। সন্ধ্যায় তিনি সেন্টার ফর ইনোভেশন পরিদর্শন করারও কথা রয়েছে।