কেন্দ্রীয় মন্ত্রিসভা রেল মন্ত্রকের মোট ১৮ হাজার ৬৫৮ কোটি টাকা ব্যয়ের চারটি প্রকল্প অনুমোদিত করেছে। নতুনদিল্লি গতকাল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ বলেন, এই প্রকল্পগুলি মহারাষ্ট্র, ওড়িশা এবং ছত্তিশগড়ের ১৫টি জেলাকে অন্তর্ভুক্ত ক’রে ভারতীয় রেলের বর্তমান নেটওয়ার্ককে প্রায় ১ হাজার ২ শো ৪৭ কিলোমিটার বৃদ্ধি করবে।
ভাইব্র্যান্ট ভিলেজেস প্রোগ্রাম-২ অনুমোদন করেছে, যার মোট ব্যয় ছয় হাজার ৮৩৯ কোটি টাকা। শ্রী বৈষ্ণ জানান, এই প্রকল্প কার্যকর হলে আন্তর্জাতিক সীমা লাগোয়া গ্রামগুলোর জীবনযাত্রায় উন্নতি হবে। পাশাপাশি পর্যটন ক্ষেত্রেও এই প্রকল্পের ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।