কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আজ ইম্ফল বিমানবন্দরে আরামবাই টেংগোলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে। ২০২৩ সালে মণিপুরে বিভিন্ন হিংসাত্মক অপরাধমূলক কর্মকাণ্ডে সে জড়িত ছিল।
সিবিআই এক বিবৃতিতে জানিয়েছে যে মণিপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মণিপুর হিংসাত্মক মামলার বিচার মণিপুর থেকে গুয়াহাটিতে স্থানান্তরিত করা হয়েছে। আরামবাই টেংগোলের গ্রেপ্তার সদস্যকে ইম্ফল থেকে তাই গুয়াহাটিতে আনা হয়েছে।