কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে আসাম ভারতের আর্থিক বৃদ্ধির ইঞ্জিন হয়ে উঠবে কারণ সরকার এই অঞ্চলের উন্নয়নের জন্য নিবিড়ভাবে কাজ করছে। ‘অ্যাডভান্সিং সেমিকন্ডাক্টর হরাইজনস ইন আসাম ফর বিকশিত ভারত’ শীর্ষক ‘অ্যাডভান্টেজ আসাম ২.০ ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সামিট’ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, জাগিরোদ সেমিকন্ডাক্টর প্ল্যান্ট আসামকে সেমিকন্ডাক্টর হাবে রূপান্তরিত করবে। গুয়াহাটিতে রেলের জমিতে একটি অত্যাধুনিক আইটি হাব গড়ে তোলা হবে বলেও ঘোষণা করেন তিনি। মন্ত্রী জানান, কেন্দ্র দুটি নতুন অমৃত ভারত ট্রেন, বিটিআর এলাকায় একটি ট্রেন কোচ উৎপাদন ইউনিট এবং লামডিংয়ে একটি ট্রেন ইঞ্জিন পুনর্নির্মাণ ইউনিট তৈরির অনুমোদন দিয়েছে।
Site Admin | February 25, 2025 9:41 PM
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে আসাম ভারতের আর্থিক বৃদ্ধির ইঞ্জিন হয়ে উঠবে কারণ সরকার এই অঞ্চলের উন্নয়নের জন্য নিবিড়ভাবে কাজ করছে।
