কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী, শিবরাজ সিং চৌহান বলেছেন যে ‘বিকশিত কৃষি সংকল্প অভিযান প্রচারটি শুধুমাত্র একটি সরকারি প্রকল্প নয় বরং একটি জন আন্দোলন, যা কৃষকদের জন্য মূল্যবান তথ্য সরবরাহ করছে। বিভিন্ন রাজ্যের বিধায়কদের সঙ্গে ভার্চুয়াল আলোচনায় শ্রী চৌহান বলেন যে প্রচারের অধীনে গুরুত্বপূর্ণ বিষয়ে কৃষকদের সঙ্গে আলোচনা হবে এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা তাদের প্রশ্নগুলোর সঠিক উত্তর দেবে। মন্ত্রী বলেন যে মূল মন্ত্র হচ্ছে ‘এক জাতি, এক কৃষি, এক দল’ যা সংশ্লিষ্ট সকলকে একত্রিত করবে এবং ভারতকে ‘বিকশিত ভারত – 2047’ এর দিকে নিয়ে যাবে।
Site Admin | June 1, 2025 7:59 AM
কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী বলেছেন যে ‘বিকশিত কৃষি সংকল্প অভিযান প্রচারটি শুধুমাত্র একটি সরকারি প্রকল্প নয় বরং একটি জন আন্দোলন
