May 4, 2025 6:38 PM

printer

কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে আইসিএআর দ্বারা তৈরি ভারতের প্রথম দুটি জিনোম সম্পাদিত ধানের জাত চালু করেছেন।

কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে আইসিএআর দ্বারা তৈরি ভারতের প্রথম দুটি জিনোম সম্পাদিত ধানের জাত চালু করেছেন। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আজকের দিনটি ভারতের জন্য ঐতিহাসিক। এই দুটি জাত উৎপাদনের খরচ কমাবে এবং দেশে ধানের ফলন বাড়াবে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।