কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্পে এপর্যন্ত ১০ লক্ষ কোটি টাকারও বেশি ঋণ দেওয়া হয়েছে। যার ফলে উপকৃত হয়েছেন সাত কোটি ৭২ লক্ষ কৃষক। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে, এই কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে তিন লক্ষ টাকা পর্যন্ত স্বল্প মেয়াদী কৃষি ঋণের ক্ষেত্রে বার্ষিক সাত শতাংশ হারে যে সুদ দিতে হয়, তা অনেকটাই কম। এর মধ্যে সরকার ব্যাঙ্কগুলিকে সুদের হারে দেড় শতাংশ ছাড় দিয়ে থাকে। এই কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষকদের বীজ, সার, কীটনাশক সহ বিভিন্ন কৃষিজ সামগ্রী কেনার জন্য সময়মত কম সুদের ঋণ দেওয়া হয়ে থাকে।
Site Admin | February 26, 2025 7:07 AM
কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্পে এপর্যন্ত ১০ লক্ষ কোটি টাকারও বেশি ঋণ দেওয়া হয়েছে।
