কিংবদন্তি অভিনেতা মহানায়ক উত্তম কুমারের আজ জন্মদিন। অভিনেতার জন্ম শতবর্ষ উদযাপনের লক্ষ্যে শহর জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সর্বকালের শ্রেষ্ঠ ও জনপ্রিয় অভিনেতা হিসাবে তাঁর অসাধারণ অভিনয় প্রতিভার জন্য আজও মহানায়ক হিসাবে তিনি অমর হয়ে রয়েছেন আপামর বাঙালির হৃদয়ে।
দিনটি উপলক্ষে উত্তর কলকাতার আহিরিটোলা স্ট্রিট ও বি কে পাল এভিনিউ এর সংযোগস্থলে মহানায়ক উত্তম কুমার শিশু ও মহিলা উদ্যানে কলকাতা পুরসভার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মহানায়কের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানাবেন রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম সহ বিশিষ্ট জনেরা। বিভিন্ন অনুষ্ঠানে কলাকুশলী, শিল্পী, বিনোদন জগতের মানুষজন, তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।