মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

April 23, 2025 10:04 PM

printer

কাশ্মীরের পহেলগাও তে পর্যটকদের উপর বর্বরোচিত হামলার কড়া জবাব দিয়েছে ভারত।

কাশ্মীরের পহেলগাও তে পর্যটকদের উপর বর্বরোচিত হামলার কড়া জবাব দিয়েছে ভারত। পাকিস্তানিদের জন্য সমস্ত ‘সার্ক’ ভিসা বাতিল ঘোষণা করা হয়েছে। আগে যে ভিসাগুলি দেওয়া হয়েছিল, সেগুলিও বাতিল করে দেওয়া হয়েছে। ওই ভিসার মাধ্যমে যে পাকিস্তানিরা বর্তমানে ভারতে রয়েছেন, তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছেড়ে যেতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে উচ্চপর্যায়ের বৈঠক শেষে বিদেশ মন্ত্রক থেকে এ সংক্রান্ত ঘোষণা করেছে। বিদেশ সচিব বিক্রম মিশরি আজ সাংবাদিক বৈঠকে জানান, ভারত, সিন্ধু জলচুক্তি বাতিল করছে। পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।পাশাপাশি বন্ধ করে দেওয়া হচ্ছে ওয়াঘা-আট্টারি সীমান্ত।যাঁরা ইতিমধ্যে এ দেশে প্রবেশ করেছেন, তাঁরা ১ মে-র মধ্যে ফিরে যেতে পারবেন।

প্রতিরক্ষা, সামরিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল প্রমুখ।

এদিকে, আগামীকাল নতুন দিল্লীতে পরিস্থিতি পর্যালোচনায় সর্বদলীয় বৈঠক ডেকেছে কেন্দ্রীয় সরকার।