মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

June 13, 2025 11:09 AM

printer

কলেজে স্নাতক স্তরে ভর্তির জন্য অভিন্ন পোর্টাল আগামী ১৭ জুন খুলবে

কলেজে স্নাতক স্তরে ভর্তির জন্য অভিন্ন পোর্টাল আগামী ১৭ জুন খুলবে। উচ্চ শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। ওই দিন বিকেল ৪টে থেকে অভিন্ন পোর্টাল মারফত কলেজে ভর্তির আবেদনপত্র জমা দিতে পারবেন পড়ুয়ারা। ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলার কারণে ভর্তি প্রক্রিয়া শুরু করা যাচ্ছিল না বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন।

উল্লেখ্য, গত বছর থেকে চালু হয়েছে ‘সেন্ট্রালাইজ়ড অ্যাডমিশন পোর্টাল’। এই পোর্টালের মাধ্যমে ১৭টি বিশ্ববিদ্যালয়, ৪৬০টি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ পাবেন পড়ুয়ারা।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন