কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজও শুনানি চলবে। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চে যোগ্য শিক্ষকদের পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য্য এবং ফিরদৌজ শামিম আজ তাদের বক্তব্য পেশ করবেন। গতকাল অযোগ্য চিহ্নিত শিক্ষক শিক্ষিকাদের নতুন নিয়োগ পরীক্ষায় বসার ছাড়পত্র দেওয়ার জন্য সওয়াল করে রাজ্য সরকার। বিচারপতি সৌগত ভট্টাচার্য্যের সিঙ্গল বেঞ্চ কয়েকদিন আগেই অযোগ্যদের নতুন পরীক্ষায় বসার আবেদন বাতিল করার জন্য স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেয়। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়।
সিপিআইএম নেতা মহম্মদ সেলিম বলেছেন, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত শাসকদলের নেতারা দাগী অপরাধীদের মত আচরণ করছেন।
কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন নিজেদের পিঠ বাঁচাতে শাসকদল অযোগ্য চিহ্নিতদের পরীক্ষায় বসার সুযোগ করে দিতে চাইছে।