মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

June 2, 2025 1:15 PM

printer

কলকাতা ইসকনের জগন্নাথ দেবের রথযাত্রায়, এবার রথের চাকার বদল আনতে চলেছে ইসকন কলকাতা।

কলকাতা ইসকনের জগন্নাথ দেবের রথযাত্রায়, এবার রথের চাকার বদল আনতে চলেছে ইসকন কলকাতা। যুদ্ধবিমান সুখোই এর চাকার ওপর জগন্নাথ দেবের রথ পরিক্রমা করবে শহর কলকাতার রাজপথে। সুখোই যুদ্ধবিমানের চাকা ব্যবহার করে ২৪ কিলোমিটার পরীক্ষামূলক যাত্রা (Trial Run) করা হয়েছে বলে ইসকন কলকাতার সহ-সভাপতি রাধারমন দাস জানিয়েছেন।
 
এর আগে প্রায় পাঁচ দশক ধরে বোয়িং ৭৪৭ জাম্বো জেট বিমানের টায়ার ব্যবহার করা হতো ইসকন কলকাতার জগন্নাথ দেবের রথের চাকায়। বর্তমানে রথের চাকার টায়ার বদল এর কাজ চলছে। এর ফলে রথ টানতে আরো সুবিধাজনক হবে বলে জানিয়েছেন ইসকন কলকাতার সহ-সভাপতি রাধারমন দাস।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন