আর জি করে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের এক বছর পূর্তিতে বাবা মায়ের ডাকা নবান্ন অভিযানকে কেন্দ্র করে আজ কলকাতার পার্কস্ট্রীট ও হাওড়ার সাঁতরাগাছিতে জনতা পুলিশ খন্ডযুদ্ধ বাধে। সকাল থেকেই সাঁতরাগাছি স্টেশন লাগোয়া এলাকা এবং ধর্মতলার ডোরিনা ক্রসিং-এ আঁটোসাটো নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। বেলা বাড়তেই বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দলের কর্মীরা নবান্ন চলো কর্মসূচীতে যোগ দিতে পথে নামেন। মিছিলে অংশ নেন সাধু-সন্ত সমাজের প্রতিনিধিরাও। গুরুত্বপূর্ণ সড়কগুলিতে বড় লোহার ব্যারিকেড এবং কন্টেনার দিয়ে অবরোধের ব্যবস্থা করেছিল পুলিশ। বিধানসভা থেকে দলীয় বিধায়কদের সঙ্গে নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ধর্মতলায় পৌঁছলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। কারও হাতেই ছিল না দলীয় পতাকা। মিছিলের অভিমুখ পরিবর্তন করে পার্কস্ট্রীট লাগোয়া এলাকায় পৌঁছলে বাধা দেয় পুলিশ। মিছিলে অংশগ্রহণকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। লাঠিচার্জের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। নির্যাতিতার মায়ের অভিযোগ, পুলিশ টানাহেঁচড়া করে তাঁর শাঁখা ভেঙে দিয়েছে।
লাঠির আঘাতে মা ও বাবা দুজনেই আহত হয়েছেন বলে খবর। তাদের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বেশ কিছুক্ষণ অবরোধ বিক্ষোভ চলার পর বিকেল চারটে নাগাদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আন্দোলন প্রত্যাহার করেন। সেখান থেকে তিনি যান অভয়ার মা বাবাকে দেখতে। পরে সাংবাদিকদের কাছে শুভেন্দু বাবু রাজ্য প্রশাসনের কড়া সমালোচনা করেন।
তাদের দেখতে যান জুনিয়ার ডাক্তারদের প্রতিনিধিরাও।
এদিকে, অভয়া মঞ্চ এবং চিকিত্সকদের কয়েকটি সংগঠনের ডাকে কালিঘাট চলো অভিযান ঠেকাতেও হাজরা মোড় লাগোয়া এলাকায় ব্যাপক পুলিশি বন্দোবস্ত করা হয়।
হাওড়ার বিগার্ডেন সিটিজেনস ফর জাস্টিসের এর পক্ষ থেকে আজ বিকেলে অভয়ার জন্যে ন্যায় বিচারের দাবীতে রাখী বন্ধন ও সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করা হয়। শিবপুর IIEST- 1st গেটের সামনে এই কার্যক্রম হবে।
অভয়ার জন্য দ্রুত ন্যায়বিচারের দাবিতে আজ বিকেলে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে প্রতিবাদ বিক্ষোভে শামিল হয়েছেন চিকিৎসক পড়ুয়ারা। ওঠে “উই ওয়ান্ট জাস্টিস” শ্লোগান।
বর্ধমানের কার্জন গেট চত্বরে ন্যাবিচারের দাবিতে আজ বিক্ষোভ দেখান প্রতিবাদীরা। মিছিল হয় পুরুলিয়াতেও।