কন্নড় সাহিত্যিক বানু মুশতাক, তাঁর ছোটগল্পের সংকলন “হার্ট ল্যাম্প”-এর জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেছেন। তিনিই প্রথম ভারতীয় মহিলা, যিনি কন্নড় ভাষায় লেখার জন্য এই সন্মানজনক পুরস্কারের অধিকারিণী হলেন। “হার্ট ল্যাম্প”, ১২ টি ছোটগল্পের একটি সংকলন। ইংরেজিতে এটি অনুবাদ করেছেন দীপা ভাস্থি।