মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 11, 2025 12:36 PM

printer

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভোটার তালিকায় কারচুপি, ভোট চুরি সহ বিভিন্ন  অভিযোগের প্রেক্ষিতে কর্নাটক, মহারাষ্ট্র, হরিয়ানার মুখ্য নির্বাচনী আধিকারিক তার বিরুদ্ধে নোটিস জারি করেছেন। 

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভোটার তালিকায় কারচুপি, ভোট চুরি সহ বিভিন্ন  অভিযোগের প্রেক্ষিতে কর্নাটক, মহারাষ্ট্র, হরিয়ানার মুখ্য নির্বাচনী আধিকারিক তার বিরুদ্ধে নোটিস জারি করেছেন। 
কর্নাটকের মুখ্য নির্বাচনী আধিকারিক ২০২৪ এর লোকসভা নির্বাচনে ভুয়ো ভোটার সংক্রান্ত যে অভিযোগ কংগ্রেস নেতা রাহুল গান্ধী করেছিলেন তার সমর্থনে তথ্য পেশ করার জন্য নোটিস পেশ করেছেন । রাহুল গান্ধী কে বলা হয়েছে যে শাকুন রাণী বা অন্য কোন ভোটারের নাম দুবার অন্তর্ভুক্ত হয়েছে তার সাপেক্ষে তথ্য পেশ করতে হবে ।
উল্লেখ্য, গত ৭ ই আগস্ট শ্রী গান্ধী কর্নাটকের মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রে  ব্যাপক সংখ্যায় ভোট চুরির অভিযোগ করেছিলেন।
কমিশন তদন্ত করে দেখেছে,শাকুন রাণী, একবারই ভোট দিয়েছেন, দুবার নয় ।
অন্য দিকে, মহারাষ্ট্রের মুখ্য নির্বাচনী আধিকারিক, রাহুল গান্ধীর বিরুদ্ধে এক নোটিস জারি করে ভোটার তালিকায় অযোগ্য ভোটারদের অন্তর্ভুক্তি ও যোগ্য ভোটারদের বাদ দেওয়া সংক্রান্ত শ্রী গান্ধীর সই করা এক ঘোষণা পত্র ১০ দিনের মধ্যে কমিশনের কাছে পেশ করতে নির্দেশ দিয়েছেন।
এর পাশাপাশি, ভোটার তালিকায় অসঙ্গতি নিয়ে রাহুল গান্ধীর অভিযোগের প্রেক্ষিতে হরিয়ানার নির্বাচনী আধিকারিক রাহুল গান্ধীর সাক্ষরিত তথ্য প্রমাণ ১০ দিনের মধ্যে জমা করার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য এর আগে,কমিশন মিথ্যে অভিযোগ আনার জন্য রাহুল গান্ধী কে আইন মোতাবেক প্রকাশ্য ঘোষণা অথবা দেশ বাসীর কাছে ক্ষমা প্রার্থনার জন্য বলেছিলেন ।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।