মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

May 27, 2025 9:34 PM

printer

ওয়েস্টবেঙ্গল জুনিয়ার ডক্টরর্স ফ্রন্ট আজ স্বাস্থ্যভবনের কর্তাদের সঙ্গে দেখা করে ডক্টর দেবাশিষ হালদারকে পূর্ব নির্ধারিত জায়গা থেকে অন্যত্র পোস্টিং দেওয়ার প্রতিবাদ জানায়।

ওয়েস্টবেঙ্গল জুনিয়ার ডক্টরর্স ফ্রন্ট আজ স্বাস্থ্যভবনের কর্তাদের সঙ্গে দেখা করে ডক্টর দেবাশিষ হালদারকে পূর্ব নির্ধারিত জায়গা থেকে অন্যত্র পোস্টিং দেওয়ার প্রতিবাদ জানায়। আর জি কর আন্দোলনের দুই মুখ অনিকেত মাহাতো এবং আসফাকুল্লা নাইয়াকেও একইভাবে কাউন্সিলিং-এর পর মেরিট লিস্ট অনুযায়ী পাওয়া নিয়োগ ক্ষেত্র থেকে অন্য জায়গায় পাঠানো হচ্ছে বলে তারা জানতে পারেন। এটি সম্পূর্ণ নিয়ম বহির্ভূত এবং উদ্দশ্য প্রণোদিত বলে জুনিয়ার ডক্টর ফোরাম অভিযোগ করে প্রতিবাদ জানিয়েছে।

এদিকে তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার বলেছেন, একজন চিকিত্সক যে কোনো জায়গায় পরিষেবা দিতে প্রতিজ্ঞাবদ্ধ। যেখানেই যান তাঁকে চিকিত্সাই করতে হবে।

এদিকে, গতকালের পর আজও আবার স্বাস্থ্য ভবন উড়িয়ে দেওয়ার হুমকি ইমেইল আসায় বিধাননগর থানার পুলিশ সর্বত্র তল্লাশি চালায়। তবে কোথাও কিছু পাওয়া যায়নি।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন