মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 13, 2025 10:03 AM

printer

ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট-ওয়েভস ২০২৫-এর আগে আজ নতুনদিল্লিতে এক বিশেষ অনুষ্ঠানে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করবেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট-ওয়েভস ২০২৫-এর আগে আজ নতুনদিল্লিতে এক বিশেষ অনুষ্ঠানে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করবেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগান এবং আয়োজক রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এর মাধ্যমে, সরকার, মিডিয়া এবং বিনোদন ক্ষেত্রের জন্য একটি সুসংহত আন্তর্জাতিক মঞ্চ হিসেবে ওয়েভসের রূপান্তরমূলক সম্ভাবনার কথা তুলে ধরবে। অনুষ্ঠানে শতাধিক রাষ্ট্রদূত ও হাইকমিশনার সংবাদমাধ্যম ও বিনোদন ক্ষেত্রে সম্ভাবনাময় রূপরেখা সম্পর্কে তথ্য দেবেন। ওয়েভস সামিটের প্রথম সংস্করণ মুম্বাইয়ে ১ থেকে ৪ঠা মে অনুষ্ঠিত হওয়ার কথা।

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন