ওড়িশায় এরাজ্যের ৫৪৮ জন আটকে রয়েছেন বলে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে জানিয়েছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এব্যপারে রাজ্য সরকারের তরফে আজ বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হয়। এর আগে ওড়িশা সরকারের সঙ্গে যোগাযোগ করে রিপোর্ট জমা দেওয়ার জন্য মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। আগামী বুধবার এই মামলার শুনানি।
উল্লেখ্য, ওই দিনই বীরভূমের ছয়জনকে দিল্লি থেকে বাংলাদেশে পাঠানোর অভিযোগ সংক্রান্ত মামলার শুনানিও রয়েছে। আদালত জানিয়েছে, দুটি মামলাই একই সঙ্গে শোনা হবে।
এদিকে, দিল্লির জয়হিন্দ কলোনিতে বসবাসকারী বাঙালীদের, বাংলাদেশী আখ্যা দিয়ে বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও, অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করা হচ্ছে – এই অভিযোগ করে তৃণমূল কংগ্রেস সেই সমস্ত বাংলা ভাষাভাষি পরিবারগুলির পাশে দাঁড়াতে সেখানে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচী চালাচ্ছে। সাগরিকা ঘোষ, সুখেন্দু শেখর রায়, দোলা সেন এবং সাকেত গোখলে এই প্রতিবাদ কর্মসূচীতে সামিল হয়েছেন। মঙ্গলবার বিকেল পর্যন্ত এই কর্মসূচী চলবে বলে জানা গেছে।
কংগ্রেসও এর প্রতিবাদে জেলায় জেলায় সপ্তাহব্যাপী বিক্ষোভ কর্মসূচীর ডাক দিয়েছে। একই সঙ্গে প্রতিটি জেলা শাসকের কাছে এব্যাপারে ডেপুটেশন জমা দেওয়া হবে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানান।