October 10, 2025 9:06 AM

printer

ঐতিহাসিক গাজা শান্তি পরিকল্পনার সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন  নেতানিয়াহুকে  অভিনন্দন জানিয়েছেন।

ঐতিহাসিক গাজা শান্তি পরিকল্পনার সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন  নেতানিয়াহুকে  অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী দুদেশের মধ্যে চলতি বাণিজ্য আলোচনার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতির কথা উল্লেখ করেন।

গতরাতে ইসরাইলের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রধানমন্ত্রী মোদী। পনবন্দীদের মুক্তি ও গাজার মানুষের জন্য মানবিক সহায়তা প্রধানের চুক্তিকে স্বাগত জানিয়েছেন তিনি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থানের কথা তিনি ফের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের কোনো প্রান্তেই সন্ত্রাসবাদ গ্রহণযোগ্য নয়।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।