এ বছরের নিট পিজি পরীক্ষার দিন পিছিয়ে দেওয়া হয়েছে। এ মাসের ১৫ তারিখে এই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু National Board of Examinations in Medical Sciences বা চিকিৎসা বিজ্ঞানের পরীক্ষা সংক্রান্ত জাতীয় পর্ষদ-NBEMS গতকাল এক বিবৃতিতে পরীক্ষা আপাতত স্থগিত রাখার কথা ঘোষণা করে।
NBEMS সূত্রে জানা গেছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে তারা এক শিফট এই পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। সে কারণেই আরও বেশি পরীক্ষা গ্রহণ কেন্দ্রের আয়োজন এবং প্রয়োজনীয় পরিকাঠামোর বন্দোবস্ত করতেই পরীক্ষা আপাতত পিছিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত। পরীক্ষার পরবর্তী দিন পরে ঘোষণা করা হবে।