বিহারে ভোটার তালিকায় নীবিড় সংশোধন কর্মসূচী এস আই আর-এর আওতায় নির্বাচন কমিশন ৩ লক্ষেরও বেশি মানুষকে নোটিশ জারি করেছে। এদের নাগরিকত্ব নিয়ে সংশয়ের জেরেই এই পদক্ষেপ বলে কমিশন সূত্রে জানা গেছে। যাদের নোটিশ পাঠানো হয়েছে, তাদের অধিকাংশই সীমান্তবর্তী পূর্ব ও পশ্চিম চম্পারণ, মধুবনী, কিষাণগঞ্জ, পূর্ণিয়া, কাটিহার, আরারিয়া ও সুপৌল জেলার বাসিন্দা। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, এসআইআর-এর সময় এরা ফর্মের সঙ্গে উপযুক্ত নথিপত্র জমা দেননি। পরে প্রাথমিক তদন্তে দেখা গেছে, এদের অধিকাংশই বাংলাদেশ ও নেপালের নাগরিক।
Site Admin | August 29, 2025 9:50 PM
এস আই আর-এর আওতায় নির্বাচন কমিশন ৩ লক্ষেরও বেশি মানুষকে নোটিশ জারি করেছে
