এশিয়া কাপে সুপার ফোর পর্বের খেলায় বাংলাদেশকে হারিয়ে পাকিস্তান ফাইনালে পৌঁছেছে। দুবাইয়ে গতকাল পাকিস্তান বাংলাদেশকে ১১ রানে হারিয়ে দেয়। আগামী রবিবার এশিয়া কাপের ফাইনালে ভারত পাকিস্তান পরস্পরের মুখোমুখি হবে। এশিয়া কাপের ১৭ বছরের ইতিহাসে প্রথমবারের জন্য ফাইনালে ভারত ও পাকিস্তান একে অন্যের বিরুদ্ধে খেলবে।
টসে জিতে বাংলাদেশ প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে পাকিস্তান ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রান করে। পাকিস্তানের পক্ষে মহম্মদ হ্যারিস ৩১, মহম্মদ নাওয়াজ ২৫, শাহিন আফ্রিদি ১৯ রান করেন। জবাবে বাংলাদেশ ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান করে। বাংলাদেশের পক্ষে শামিম হোসেন ৩০ রান করেন। পাকিস্তানের শাহিন আফ্রিদি ও হ্যারিস রাউফ ৩ টি করে উইকেট নেন। শাহিন আফ্রিদি ম্যাচের সেরা নির্বাচিত হন।
অন্যদিকে সুপার ফোর পর্বের অন্য খেলায় দুবাইয়ে ভারত আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে।