May 10, 2025 6:53 PM

printer

এয়ার ট্রাফিক কন্ট্রোল- এটিসি থেকে পুনরায় ছাড়পত্র দেওয়ার পর, উত্তরাখণ্ডের কেদারনাথ ধামের জন্য হেলিকপ্টার পরিষেবা পুনরায় শুরু হয়েছে।

এয়ার ট্রাফিক কন্ট্রোল- এটিসি থেকে পুনরায় ছাড়পত্র দেওয়ার পর, উত্তরাখণ্ডের কেদারনাথ ধামের জন্য হেলিকপ্টার পরিষেবা পুনরায় শুরু হয়েছে। এটিসি দেশের  সমস্ত বিমান চলাচল পর্যালোচনা করার পর এই অনুমতি দেয় । কয়েক ঘণ্টার জন্য এটিসি কেদারনাথের হেলি পরিষেবা বন্ধ  করেছিল।  ইতিমধ্যে, চারধাম যাত্রা কোনো  ধরনের বাধা ছাড়াই সুষ্ঠুভাবে চলছে। এখন পর্যন্ত, ৪ লক্ষেরও বেশি ভক্ত পবিত্র তীর্থস্থানগুলো দর্শন করেছেন। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে ভক্তদের কোনো ধরনের গুজবে কান না দিতে অনুরোধ  করেছেন। মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার সব ভক্তদের তীর্থযাত্রা নিরাপদ ও সুবিধাজনক করে তুলতে অবিরাম কাজ করছে।