মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

June 2, 2025 9:32 PM

printer

এবছরের জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে

এবছরের জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। মোট ৫৪,৩৭৮জন পরীক্ষার্থী এতে সফল হয়েছেন। এর মধ্যে ৯,৪০৪ জন ছাত্রী।  

শীর্ষ স্থান দখল করেছেন, আই আই টি দিল্লি অঞ্চলের রাজিত গুপ্তা। ৩৬০ নম্বরের মধ্যে তিনি পেয়েছেন ৩৩২। দ্বিতীয় স্থানে রয়েছেন সক্ষম জিন্দাল।

মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন পশ্চিমবঙ্গের দেবদত্তা মাঝি। ৩৬০-এর মধ্যে তিনি পেয়েছেন ৩১২ নম্বর। বর্ধমানের কাটোয়ার বাসিন্দা দেবদত্তা ২০২৩ সালে মাধ্যমিকে প্রথম হয়েছিলেন। এ বছরের উচ্চমাধ্যমিকে তিনি ষষ্ঠস্থান অধিকার করেন।

শীর্ষস্থান স্থানাধিকারি রাজিত তাঁর সাফল্যের জন্য পরিবারের অবদানের কথা তিনি উল্লেখ করেছেন। জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স-এর পরীক্ষার্থীদের তিনি, যখনই প্রয়োজন  তখনই শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করার পরামর্শ দেন।

 মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, দেবদত্তা মাঝিকে শুভেচ্ছা জানিয়েছেন। মেয়েদের মধ্যে ও IIT খড়গপুর অঞ্চলে প্রথম হওয়ার জন্য দেবদত্তাকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী তার সাফল্য কামনা করেন। এর আগে দেবদত্তার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের কথাও এক্স হ্যান্ডেলে তাঁর বার্তায় উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ।   

আগেই জানানো হয়েছে, গত ১৮ই মে ২৩০ টি শহরের ৭১২ টি কেন্দ্রে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স পরীক্ষা নেওয়া হয়। এক লক্ষ ৮০ হাজারের মতো ছাত্র-ছাত্রী এবার পরীক্ষায় বসে। এবছরের পরীক্ষা পরিচালনার দায়িত্বে ছিল IIT কানপুর।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন