মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

May 28, 2025 7:31 PM

printer

এন টি পি সি ফারাক্কা সারা বছর জুড়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা প্রকল্পে এবছরও কিশোরীদের ক্ষমতায়নের উদ্দেশে বালিকা সশক্তিকরণ অভিযান প্রকল্প গ্রহণ করেছে

এন টি পি সি ফারাক্কা সারা বছর জুড়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা প্রকল্পে এবছরও কিশোরীদের ক্ষমতায়নের উদ্দেশে বালিকা সশক্তিকরণ অভিযান প্রকল্প গ্রহণ করেছে। কিশোরীদের আবাসিক এই প্রশিক্ষনের আনুষ্ঠানিক সূচনা হয় গতকাল। সূচনা করেন এন টি পি সি ফারাক্কার ডাইরেক্টর অজয় সিংহল ও জঙ্গীপুরের পুলিশ সুপার অমিত কুমার শাউ। উপস্থিত ছিলেন জঙ্গীপুরের মহকুমা শাসক একাম জে সিং, তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মীদের পরিবারের সদস্যদের দ্বারা গঠিত উদিতা লেডিজ ক্লাবের সভানেত্রী সীমা সিংহল সহ বিশিষ্টরা। এই প্রকল্পে ফারাক্ক জাতীয় তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৫০ কিমি এলাকার মধ্যের ২৪টি স্কুল থেকে মোট ১২০জন ষষ্ঠ শ্রেণীর ছাত্রীদের একমাস ব্যাপী বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল করে গড়ে তুলবে বিশেষ দল।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন