দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার নুনওয়ান পাহেলগাম বেস ক্যাম্প এবং মধ্য কাশ্মীরের গান্দেরবাল জেলার বালতাল বেস ক্যাম্প থেকে বার্ষিক শ্রী অমরনাথ জির যাত্রার সপ্তম দিনে আজ দুপুর পর্যন্ত এক লক্ষ একুশ হাজারেরও বেশি ভক্ত পবিত্র গুহা মন্দিরে দর্শন করেছেন। অন্যদিকে আজ সকালে ৩০২টি গাড়িতে ৭ হাজার ৫৭৯ জন যাত্রী নিয়ে ৮ম দলটি নিজের নিজের বেস ক্যাম্পের উদ্দেশ্যে যাত্রা করেছে।
Site Admin | July 9, 2025 9:26 PM
এখন পর্যন্ত ১.২১ লাখেরও বেশি তীর্থযাত্রী অমরনাথ যাত্রায় দিন ৭ এ নিশ্চিন্তে পূজা অর্চনা করছেন।
