একবিংশ শতাব্দীর জন্য ভারত – মার্কিন যুক্তরাষ্ট্র কমপ্যাক্ট আলোচনায় বিদেশসচিব বিক্রম মিশ্রী ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন। তাঁর সঙ্গে ছিলেন দেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পবন কাপুর।
ওয়াশিংটনে হোয়াইট হাউসে আয়োজিত এই আলোচনায় ট্রাস্ট উদ্যোগ কার্যকর করা, প্রতিরক্ষা ও শক্তিক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়া এবং কোয়াড, IMEEC এবং I2U2 গোষ্ঠীর কার্যকারিতা আরো জোরদার করার ওপর কথা হয়।
বিদেশসচিব মার্কিন ডেপুটি প্রতিরক্ষা সচিব ক্রিস্টোফার লান্ডাউ-ইয়ের সঙ্গেও সাক্ষাৎ করেন।