কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তিনদিনের সফরে আজ সন্ধ্যায় আসাম যাচ্ছেন। সফরকালে তাঁর একগুচ্ছ কর্মসূচি রয়েছে। সন্ধ্যায় জোড়হাট বিমানবন্দরে পৌঁছে গোলাঘাট যাবেন। দেরাগাঁও-এ লাচিত বরফুকান পুলিশ অ্যাকাডেমিতে রাত্রিবাসের পর আগামীকাল সকালে শ্রী শাহ অত্যাধুনিক পুলিশ অ্যাকাডেমির উদ্বোধন করবেন। সেখান থেকে তিনি যাবেন মিজোরামে। আইজলে আয়োজিত এক অনুষ্ঠানে যোগদানের পর ফিরবেন গৌহাটিতে। রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী কোকরাঝাড়ে অল বরো স্টুডেন্টস ইউনিয়নের ৫৭ তম বার্ষিক সমাবর্তনে যোগ দেবেন। পরে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে নতুন ফৌজদারি আইন প্রণয়নের বিষয়টি পর্যালোচনা করবেন শ্রী শাহ।
Site Admin | March 14, 2025 8:38 AM
একগুচ্ছ কর্মসূচীতে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তিনদিনের সফরে আজ সন্ধ্যায় আসাম যাচ্ছেন।
